বিনোদন প্রতিবেদক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

ডিগ্রিধারী চান্দু মামার গল্প

বেসরকারি এক প্রতিষ্ঠানে চান্দু নামে এক যুবক পিয়নের চাকরি করেন। তিনি সব সময় নিজেকে সবার থেকে বড় ভাবতে পছন্দ করেন। নিজের প্রশংসা শুনতে এবং তোষামোদ করতে পছন্দ করেন। একপর্যায়ে চান্দুকে তার বস বলেন, এই দেখ আমি ডক্টরেট শেষ করেছি। এরপর হঠাৎ করেই চান্দু গ্রামে যান। সেখানে গিয়ে সবাইকে বলেন, আমি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি কিনেছি। তারপর বিষয়টি মানুষকে জানানোর জন্য নানা কর্মকা- শুরু করেন চান্দু ও তার স্ত্রী।

এটি একটি টেলিফিল্মের গল্প। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মনে এখন উচ্চাকাক্সক্ষা বেড়ে গেছে। আর এজন্য মানুষ অন্যায় করতে এতটুকুও পিছপা হয় না। টেলিফিল্মটির প্রতিটি পরতে পরতে মেসেজ রয়েছে, যা কমেডির মধ্য দিয়ে তুলে ধরেছি।

টেলিফিল্মটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায়। আরো আছেন শানেরাই দেবী শানু, শামীম হাসান সরকার, ইমরান খান ইমু, সুব্রত, রিমু রেজা খন্দকারসহ অনেকে। আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ৩টা ১৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে এটি প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close