বিনোদন প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

সৈয়দ হক স্মরণে প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’

আসছে ২৭ সেপ্টেম্বর সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে তাদের অষ্টম প্রযোজনা ‘ঈর্ষা’র ২৭তম প্রদর্শনী।

আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে সৈয়দ হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাট্য ‘ঈর্ষা’। নাটকটির নির্দেশনায় অনন্ত হীরা। এর তিনটি চরিত্রে অভিনয়ে রয়েছেন নূনা আফরোজ, অনন্ত হীরা ও রামেজ রাজু।

এই নাটক প্রসঙ্গে নূনা আফরোজ বলেন, এটি সৈয়দ শামসুল হককে হারানোর মাস। ব্যক্তি শামসুল হকের প্রস্থান হয় কিন্তু সব্যসাচী লেখক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার সৈয়দ হকের মৃত্যু নেই। তার উপস্থিতি অনুভব করার জন্য দেখতে আসুন নাটক ‘ঈর্ষা’। বিশেষ করে সৈয়দ হকের ভক্ত-পাঠক ও অনুরাগীদের আসার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close