বিনোদন প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

শাহ আবদুল করিম স্মরণে ‘মহাজনের নাও’

বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন, সংগীত ও দর্শন নিয়ে গড়ে ওঠা সুবচন নাট্য সংসদের আলোচিত প্রযোজনা ‘মহাজনের নাও’। এটি রচনা করেছেন শাকুর মজিদ। নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী। আজ ১২ সেপ্টেম্বর বাউলসম্রাটের দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির ১২৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনী শাহ আবদুল করিমের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হবে। মঞ্চায়ন শেষে শাহ আবদুল করিমের জীবন, দর্শন এবং নাটকের ১২৫তম সন্ধ্যা পূর্ণ করা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহাম্মদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, আনসার আলী, সোনিয়া হাসান সুবর্ণা, ইমরান হোসেন, ইমতিয়াজ, সোহেল, রাসেল, তানভীর প্রমুখ।

২০১০ সালের ১৮ জুন নাটকটি প্রথম মঞ্চে নিয়ে আসে সুবচন নাট্য সংসদ। তারপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চ ছাড়াও দেশের নানা প্রান্তে নাটকটি বহুবার মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ায় দুটি প্রদর্শনী ছাড়াও ভারতের ত্রিপুরা, জলপাইগুড়ি, আসাম, কলকাতা, লন্ডন এবং বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, সিলেট, সাভার, বিয়ানীবাজার, বরিশালসহ বিভিন্ন জায়গায় প্রদর্শনী হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close