বিনোদন প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

‘ম্যাজিক বাউলিয়ানা’র নিবন্ধন শুরু

তরুণ প্রজন্ম ও বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনকে তুলে ধরার উদ্দেশ্যে আবার শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহযোগিতায় বাংলা লোকসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের এ প্রতিযোগিতা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অঝব অপারেশনস মালিক মো. সাঈদ, লোকশিল্পী চন্দনা মজুমদার, ফকির শাহাবুদ্দিন, ব্যান্ডতারকা আবিদুর রেজা জুয়েল, সংগীতশিল্পী ইবরার টিপুসহ সংশ্লিষ্ট অনেকে।

১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতাটিতে বাংলাদেশের যেকোনো নাগরিক অংশ নিতে পারবেন। নিবন্ধন করা যাবে www.magicbauliana.com.bd ওয়েবসাইটে অথবা বিনামূল্যে এই ০৮০০০৮৮৮০০০ নম্বরে কল করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close