বিনোদন প্রতিবেদক

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

শিল্পকলার মঞ্চে ‘হেলেন কেলার’

স্বপ্নদলের আলোচিত প্রযোজনা। গত ২৭ জুন নাটকটির ২৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। দুই মাস পর আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ২৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। অপূর্ব কুমার কন্ডু রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন। এ প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যজন-দম্পতি আশীষ দাস ও দ্বীপান্বিতা বণিক দাস। এ তথ্য জানিয়েছেন নাটকটির নির্দেশক।

মহীয়সী নারী হেলেন কেলারের জীবনকর্ম, স্বপ্ন, সংগ্রাম, দর্শনভিত্তিক একক অভিনয় নাট্য বা মনোড্রামা হেলেন কেলারে অভিনয় করছেন জুয়েনা শবনম। প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।

নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক জাহিদ রিপন জানান, অন্ধ ও বধির নারী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সালিভানের অতি-মানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি হেলেন কেলার। রবীন্দ্র মানসে প্রভাবিত হেলেন তার শিক্ষয়িত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইনসহ বিশ্ববিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে তার জীবন সমৃদ্ধির কথা। উঠে আসে নারী জাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি রয়েছে ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close