বিনোদন প্রতিবেদক

  ২৪ আগস্ট, ২০১৯

এবার দেশে জয়ার ‘বিনিসুতোয়’

ভারতের নির্মাতা অতনু ঘোষের নতুন সিনেমা ‘বিনিসুতোয়’। এ সিনেমায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আসছে কলকাতার নতুন এ সিনেমা। বাংলাদেশে জয়ার সিনেমাটি আমদানি করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা তিতাস কথাচিত্র। এই প্রতিষ্ঠানের কর্ণধার আবুল কালাম আজাদ বলেন, আমরা অনুমতির জন্য মন্ত্রণালয়ে জয়া আহসানের ‘বিনিসুতোয়’ এবং জিতের ‘প্যান্থার’ নামের দুটি চলচ্চিত্র জমা দিয়েছি। এরমধ্যে জিতের ছবিটি আগে জমা দেওয়া হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে জিতের পাশাপাশি জয়া আহসানের ‘বিনিসুতোয়’ সিনেমাটিও বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি পাবে। এদিকে জয়া আহসান ‘বিনিসুতোয়’ ছবিটি নিয়ে জানান, এ সিনেমার গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে আসে কাজল সরকার আর শ্রাবণী বড়ুয়া। অডিশন দিয়ে ফেরার পথে ঘটনাচক্রে দুজনের আলাপ হয়। তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এভাবেই ‘বিনিসুতোয়’ গল্প এগিয়ে যায়।

এ সিনেমায় শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আর কাজল সরকারের ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। এরই মধ্যে এ সিনেমার ফাস্ট লুক প্রকাশ হয়েছে। ফাস্ট লুকে শাড়ি, চশমা, টিপের শান্ত বাঙালি চেহারায় দেখা গিয়েছে জয়া আহসানকে। সেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে, তার পাশে বসা যুবকটি কিছুটা অস্থির। সেই যুবকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি এ সিনেমার গল্পও লিখেছেন অতনু। এ সিনেমায় জয়া আহসানের কণ্ঠে একটি গান থাকছে বলে জানা গেছে। জয়া, ঋত্বিক ছাড়াও কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, খেয়া চট্টোপাধ্যায় এ সিনেমায় অভিনয় করেছেন। এদিকে সম্প্রতি ভাওয়াল রাজার বিস্ময়কর জীবন কাহিনি নিয়ে সৃজিত মুখার্জির সাড়াজাগানো চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। এ বছর সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন যীশু সেনগুপ্ত এবং জয়া আহসান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close