কলকাতা প্রতিনিধি

  ২১ আগস্ট, ২০১৯

চলে গেলেন সুরকার খৈয়াম

চলে গেলেন জনপ্রিয় সুরকার খৈয়াম। তার বয়স হয়েছিল ৯৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার মৃত্যুবরণ করেন এ প্রবাদপ্রতিম সুরকার। গায়ক তালাত আজিজ দেখভাল করতেন খৈয়ামের।

তালাত আজিজ জানালেন, কিছুদিনের জন্য তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। গতকাল তার দেহ সমাধিস্থ করা হয়। ফোর বাংলোজ কবরখানায় নিজের দেহ সমাধিস্থ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন খৈয়াম। ফুসফুসে ভয়াবহ সংক্রমণের ফলেই সুরকার খৈয়ামকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মুম্বাইয়ের সুজয় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট বিএন তিওয়ারি তার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন আগেই। কভি কভি ও উমরাও জান-এর মতো ছবির সংগীত তার হাতেই তৈরি। মহম্মদ জহুর হাশমিকে খৈয়াম নামেই সবাই চেনেন। ১৭ বছর বয়সে লুধিয়ানাতে থাকার সময়ই সংগীত নিয়ে কাজ শুরু করেন তিনি। প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-এ কাজ করার। সেই থেকেই বলিউডে জায়গা তৈরি করে ফেলেছিলেন সুরকার খৈয়াম। সংগীত নাটক একাডেমি পুরস্কার এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন খৈয়াম। জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছেন তিনি। ২০১০ সালে পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও। মৃত্যুকালে খৈয়াম রেখে গেছেন স্ত্রী জগজিৎ কউরকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close