বিনোদন প্রতিবেদক

  ১৮ আগস্ট, ২০১৯

বিক্ষোভে চুক্তিবদ্ধ হলেন শ্রাবন্তী

নিরাপদ সড়ক দাবিতে ঢাকার ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নির্মীয়মাণ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। বাংলাদেশের বড় পর্দায় সফল এ টালিউড অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানা যায়নি। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে ‘বিক্ষোভ’ নামের চলচ্চিত্রটির শুটিং। জানালেন পরিচালক শামিম আহমেদ রনি।

তিনি বলেন, ‘শ্রাবন্তীর বিপরীতে নায়কের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। আশা করছি, এ সপ্তাহেই বিষয়টি ফয়সালা করতে পারব। তবে শুধু নায়ক নয়, কাস্টিংয়ে আরো কিছু চমক থাকছে।’

এর আগে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারি’তে চিত্রনায়ক শাকিব খানকে পেয়েছিলেন শ্রাবন্তী। নিরেট বাংলাদেশি প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘যদি এক দিন’- এ পেয়েছেন ছোট পর্দা থেকে উঠে আসা তাহসানকে। চলচ্চিত্রটির বিষয়বস্তু নিয়ে নির্মাতা বলেন, ‘নিরাপদ সড়ক আমাদের প্রাণের দাবি। সড়কে অকালে প্রাণ ঝরুক, তা আমরা কেউই চাই না। সম্প্রতি দেশে ঘটে যাওয়া নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের ওপর ভর করে একটি গল্প রচনা করেছি আমরা। আন্দোলনের ইতিবাচক দিকটি তুলে ধরে আমরা চলচ্চিত্রটির মাধ্যমে নিরাপদ সড়কের দাবিতে শামিল হব।’

১ সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ নভেম্বর পর্যন্ত টানা চলবে চলচ্চিত্রটির নির্মাণকাজ। শুটিং শুরুর দিনই জমকালো আয়োজনে মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই চলচ্চিত্রটি মুক্তির দিনক্ষণ জানা যাবে। দেলোয়ার জাহান দিলের চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করছে স্টোরি স্পøø্যাশ মিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close