বিনোদন প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০১৯

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশ

৬৭ বছরের পুরোনো বিশ্বের বৃহত্তম সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই থেকে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার নিবন্ধন; চলবে ২৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশে প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে রিজ ইভেন্টস, অফ ট্র্যাক ও ট্রিলজি। দেশসেরা প্রতিযোগী চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স’-এর আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে অক্টোবরে। আগ্রহী নারীরা মিস ইউনিভার্স বাংলাদেশ ওয়েবসাইটে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন কার্যক্রম শেষে শুরু হবে প্রতিযোগী বাছাই, বিশ্ব আসরে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত করে গড়ে তোলার জন্য গ্রুমিং ও ফিল্মিং রাউন্ডের কাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close