বিনোদন প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০১৯

একসঙ্গে সেলিম-মেহজাবিন

নাট্য নির্মাতা ইমরাউল রাফাত প্রথমবারের মতো শহীদুজ্জামান সেলিম ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে নির্মাণ করেছেন অন্যরকম গল্পের নাটক ‘মি টু’। নাটকে শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে একজন অধ্যক্ষের চরিত্রে এবং মেহজাবিনকে দেখা যাবে একজন ছাত্রীর ভূমিকায়। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান ইমরাউল রাফাত। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ইমরাউল রাফাত অনেক কষ্ট করে কাজটি করেছে। কারণ, লোকেশন পাওয়া নিয়ে একটু জটিলতার মধ্যেই ছিল রাফাত। তাই তাকে অনেক চাপের মধ্যে থেকেই কাজটি করতে হয়েছে। ইউনিটের সবাই অনেক শ্রম দিয়েছে। মেহজাবিন অনেক আগে থেকেই বেশ ভালো অভিনয় করে। এ নাটকেও যথারীতি ভালো অভিনয় করেছে। আশা করছি, ভালো লাগবে নাটকটি।’

মেহজাবিন বলেন, ‘এবারের ঈদে অনেকগুলো ভালো ভালো গল্পের নাটকে কাজ করেছি আমি। সেলিম ভাই অনেক বড়মাপের একজন শিল্পী, ভীষণ গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পারার মধ্যে নিজেকে অভিনয়ে আরো সমৃদ্ধ করার বিষয় থাকে। পাশাপাশি কাজটি উপভোগ করেছি। এ নাটকটির গল্প অন্যরকম। সমাজের বাস্তবচিত্রই নাটকটিতে তুলে ধরা হয়েছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ ইমরাউল রাফাত জানান, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close