বিনোদন প্রতিবেদক

  ২৪ জুলাই, ২০১৯

সাব্বিরের সুর-সংগীতে রাশেদ-স্মরণ

সাব্বির জামান একজন সংগীতশিল্পী হিসেবেই শ্রোতা-দর্শকের কাছে জনপ্রিয়। তবে গান গাওয়ার পাশাপাশি পাঁচ বছরেরও বেশি সময় ধরে একজন সংগীত পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। ‘পায়রা’ সিনেমার দুজন সংগীত পরিচালকের একজন হিসেবে প্রথম সাব্বির জামানের কাজ শুরু। এরপর ২০১৪ সালে তার ফিচারিংয়ের ‘সুখ সুখ ভাবনা’ নামের এক অ্যালবামও প্রকাশ হয়। তারপর গানে গানে ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি বেশ কিছু ভালো গানেরও সুর সৃষ্টি করেন। তবে এর মধ্যে ক্লোজআপ তারকা রাশেদ ও স্মরণের জন্য ‘বাহানা’ নামের এক গানের সুর সংগীত করেছেন সাব্বির জামান। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। গানটি লিখেছেন জীবক বড়–য়া।

গানটি প্রসঙ্গে সাব্বির বলেন, ‘মূলত গানটি রাশেদের কথা ভাবনায় রেখেই করেছিলাম আমি। রাশেদ যে ধরনের মেলোডি ঘরানার একজন সংগীতশিল্পী; সেই ঘরানা মাথায় রেখেই সুর সৃষ্টি করেছিলাম। পরবর্তীতে আমার সেই ভাবনায় স্মরণও সম্পৃক্ত হলো। রাশেদ খুব চমৎকার গেয়েছে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ। আর স্মরণ তো এককথায় একজন অসাধারণ সংগীতশিল্পী। এ বয়সেই স্মরণ যে অসাধারণ গাইছে তা নিয়মিত চর্চায় রেখে, সাধনায় থেকে গেয়ে যেতে পারলে একজন সত্যিকারের শ্রুতি মধুর শিল্পী হিসেবে বহুদূর যেতে পারবে। রাশেদ ও স্মরণের কণ্ঠে বাহানা গানটি সবাইকে মুগ্ধ করবে বলে আমি আস্থা রাখি।’

এদিকে সাব্বির জামান জানান, শিগগিরই ‘বাহানা’র মিউজিক ভিডিও শেষে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close