বিনোদন প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৯

ঢাবিতে ‘কনসার্ট ফর কুড়িগ্রাম’

দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর কুড়িগ্রাম’। কনসার্টটির আয়োজন করেছে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। আগামী ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, কুড়িগ্রামে এ বছর শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হয়েছে। বন্যায় জেলার ৯ উপজেলার অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। এতে দুই লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে জেলাবাসী। এমন পরিস্থিতি কুড়িগ্রামের দিকে জাতীয় ও আন্তর্জাতিক নজর ফেরাতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close