বিনোদন প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৯

ভারত-ভুটানের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে সাইফ খান

ভারত ও ভুটানের প্রথম যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রলং’। ছবিটি পরিচালনা করছেন মুম্বাইয়ের পরিচালক ফয়সাল সাইফ। ছবিটি হিন্দি ও ভুটানিজ ভাষায় নির্মাণ হচ্ছে। এ ছবিতে মুম্বাই ও ভুটানের শিল্পীরা অভিনয় করছেন। তবে ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নায়ক সাইফ খান।

এ বিষয়ে সাইফ খান বলেন, ‘আমি বাংলাদেশের শিল্পী হিসেবে গর্বিত। কারণ, ভারত ও ভুটানের প্রথম যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করছি। চলতি মাসের শুরুতে ভুটানে ছবির কাজ শুরু হয়েছে। এখানে বিদেশি শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে অনেক ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। বাংলাদেশি শিল্পী শুনে আমাকে অনেক আপ্যায়ন করেছেন ভুটানের বাংলাদেশ হাইকমিশনার। আমাকে দাওয়াত করেছেন তারা। আমি খুব গর্বিত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close