বিনোদন প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৯

‘পালক আকাশে উড়ে’

আশির দশকে চীনের ইয়ু শহরের সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে সিরিয়াল ‘পালক আকাশে উড়ে’। ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, চ্যান চিয়াং হো একজন অনাথ ছেলে। দুর্গম এক রাস্তার পাশে তাকে কুড়িয়ে পায় চ্যান জিন্সুয়ে। ওর নাম রাখা হয় জিমাও। জিমাওকে আদর স্নেহ দিয়ে বড় করে তোলেন জিন্সুয়ে। জিন্সুয়ে একজন পালক ব্যবসায়ী ছিলেন। কিন্তু জিমাও পালক ব্যবসা ছেড়ে চিনির ব্যবসায়ী হয়ে ওঠেন। সময়ের আবর্তনে চ্যান চিয়াং হো একজন দক্ষ ব্যবসায়ী হয়ে ওঠেন। দেশব্যাপী তার নাম ছড়িয়ে পড়ে। তৎকালীন সমাজে ব্যবসায়ে পুঁজিপতিদের নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভয়ানকভাবে আক্রমণ করত তার একটা সচিত্র প্রতিবেদন এই নাটকের গল্পে ফুটে উঠেছে।

চায়না রেডিও ইন্টারন্যাশনাল এবং এটিএন বাংলার যৌথ প্রযোজনায় বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটি গত ১৯ মার্চ থেকে এটিএন বাংলায় প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে। ইতোমধ্যে ৬০টি পর্ব সম্প্রচার হয়েছে। ১১৬ পর্বের এ ধারাবাহিক বেশ জনপ্রিয়তাও পেয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close