বিনোদন প্রতিবেদক

  ২০ জুলাই, ২০১৯

নুহাশপল্লীতে হুমায়ূনভক্তরা

বাংলা সাহিত্যের বরেণ্য ব্যক্তিত্ব, খ্যাতিমান কথাশিল্পী, চলচ্চিত্র-নাটক নির্মাতা হুমায়ূন আহমেদ। তার প্রয়াণের সপ্তম বছর কেটে গেল গতকাল শুকবার। এখনো কোটি কোটি ভক্তের হৃদয়ে তার স্থান অমলিন রয়েছে। নুহাশপল্লীর সবুজ মাঠ, দিঘি লীলাবতীর জল, ঔষধি বাগান, ছাতিম গাছের ছায়া, লেখার টেবিল, দেয়ালে টানানো প্রিয় ফটোগ্রাফি কিংবা বুকসেলফে সাজানো শত শত বইÑ সবই আছে সেই আগের মতোই। শুধু নেই প্রিয় হুমায়ূন আহমেদ।

এদিনে তারই হাতে গড়া নুহাশপল্লীতে হাজির হয়েছিলেন তার ভক্তরা। তারা প্রিয় লেখকের বিদেহী আত্মার শান্তি কামনায় তার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আগত অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজনও করা হয়েছিল। নুহাশপল্লীর ব্যবস্থাপক জানান, দিনটি ভাব-গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close