বিনোদন প্রতিবেদক

  ১৯ জুলাই, ২০১৯

জীবনের স্মরণীয় জন্মদিনের মুখোমুখি শহীদুল্লাহ ফরায়েজী

১৭ জুলাই ছিল দেশের বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর জন্মদিন। তার এবারের জন্মদিনকে বিশেষায়িত করতে এই প্রজন্মের গীতিকবি, উপস্থাপিকা ও অভিনেত্রী অধরা জাহানের উদ্যোগে দিনটি বিশেষভাবে উদ্যাপন করা হয়। শহীদুল্লাহ ফরায়েজীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ও তাকে নিয়ে কিছু কথা বলতে ১৭ জুলাই সেগুনবাগিচার অ্যাডর্ন পাবলিকেশনে বিকালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফরায়েজীকে শুভেচ্ছা জানাতে ও কিছু কথা বলতে উপস্থিত হয়েছিলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ, সাংবাদিক কাজী রফিক, সংগীতশিল্পী শুভ্রদেব, রবি চৌধুরী, মৌটুসী পার্থ, নূরজাহান আলিম, জাহাঙ্গীর আহমেদ, নাট্য পরিচালক মোহন খানসহ আরো অনেকেই। তারা প্রত্যেকেই শহীদুল্লাহ ফরায়েজীর বর্ণাঢ্য জীবন নিয়ে কথার স্মৃতিমালা তুলে ধরার পাশাপাশি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ফরিদ আহমেদ বলেন, ‘ফরায়েজী ভাই আমাদের গর্ব। তার গীতিকবিতায় জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। একজন নিভৃতচারী মানুষ তিনি। তার জন্মদিনের বিশেষ এই মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’ রবি চৌধুরী বলেন, ‘ফরায়েজী ভাই আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তিনি আমাকে খুব স্নেহ করেন। সব সময়ই তার সুস্থতা কামনা করি। আমাদের সংগীতাঙ্গনের জন্য তিনি যেন আরো ভালো ভালো কিছু গান লিখে যেতে পারেনÑ এই শুভ কামনা রইল।’ আবেগাপ্লুত শহীদুল্লাহ ফরায়েজী বলেন, ‘আমি অধরা জাহানের কাছে কৃতজ্ঞ। তার কারণেই এবারের জন্মদিনটি বিশেষায়িত হয়ে উঠল। সত্যি আমি আবেগাপ্লুত। সবাই আমাকে এত ভালোবাসে, তা নতুন করে আবারও উপলদ্ধি হলো। সবাই আমার জন্য দোয়া করবেন।’ অধরা জাহান বলেন, ‘এই আয়োজনটি করতে পেরে আমি অনেক আনন্দিত। একজন শহীদুল্লাহ ফরায়েজী আমার কাছে প্রথমত মানবিকতার বিদ্যালয়। সত্য আর সুন্দরের জীবন্ত আলোক মশাল। অসম্পূর্ণ উপ্যন্যাস। যে মানুষটিকে পাঠ করা শুরুটা হয়তো করা যায় কিন্তু শেষটা যে কোথায় তা পেতে গেলে আরো কয়েকটি জন্মের প্রয়োজন। যার আলোয় জীবনের গভীর থেকে গভীরতম অতল সৌন্দর্যে পাড়ি দেওয়া যায় সহস্র জীবন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close