বিনোদন প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৯

শিল্পকলা একাডেমিতে ধামাইল প্রশিক্ষণ

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৩০ জন সংগীত ও নৃত্যশিল্পীর অংশগ্রহণে তিন দিনের এই কর্মশালা শুরু হয় শুক্রবার সকাল ১০টায়। শেষ হবে আজ রোববার।

রাধাকৃঞ্চের কাহিনিভিত্তিক লোকজ এই ধামাইল সংগীতের জনক রাধারমন দত্ত। প্রশিক্ষণ দিচ্ছেন সুনামগঞ্জের সংগীত প্রশিক্ষক দেবদাস চৌধুরী রঞ্জন। নৃত্য প্রশিক্ষক হিসেবে আছেন তুলিকা ঘোষ চৌধুরী এবং যন্ত্রসহযোগী অমিত বর্মণ।

ধামাইলের পরিবেশনায় রয়েছে বেশ কয়েকটি পর্ব। তিন দিনে চলবে এই পাঁচটি পর্বের প্রশিক্ষণ। ধামাইলে পর্ব অনুযায়ী পোশাকেও রয়েছে ভিন্নতা। ধামাইল মূলত নারীরা পরিবেশন করে থাকে। এটি দক্ষিণের দিকে পরিবেষ্টিত হয়ে দলগতভাবে পরিবেশন করতে হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close