বিনোদন প্রতিবেদক

  ১২ জুলাই, ২০১৯

জামাল হোসেনের লেখা নাটকে আবুল হায়াত

জামাল হোসেন একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। কাজের ফাঁকে তিনি অব্যাহত রেখেছেন সাহিত্য ও সংস্কৃতিচর্চা। তার লেখালেখি শুরু কিশোর বেলা থেকে। এরই মধ্যে তার তিনটি গল্পগ্রন্থ ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘গন্তব্য’ গল্পটি লেখকের ‘সুবর্ণ দ্বীপে’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। গত স্বাধীনতা দিবসে তার গল্প অবলম্বনে নির্মিত ‘শিকার’ নাটকটি বেশ জনপ্রিয়তা পায়। এবার তার লেখা ‘গন্তব্য’ গল্পটির নাট্যরূপ দিয়েছেন ইয়ামিন ইলান। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্বনামধন্য প্রবীণ অভিনেতা আবুল হায়াত। তিনি বলেন, বহু দিন পর দারুণ একটা গল্প পেলাম যেখানে অভিনয়ের সুযোগ ছিল।

জামাল হোসেন বলেন, ‘গল্পটি সমসাময়িক জীবনেরই প্রতিফলন। ক্ষমতা, প্রতিপত্তি এসব থাকার পরও নিয়তি কোনো মানুষকে চরম একাকিত্বে ঠেলে দিতে পারে। মানুষটি হয়ে যেতে পারে অসহায়। অবশেষে সেই মানুষটির ঠিকানা হয় এমন এক গন্তব্যে; যা সে তার সুদিনে কল্পনাও করতে পারেনি। নাটকের কেন্দ্রীয় চরিত্রে চাহিদা অনুযায়ী দেশের স্বনামধন্য এবং বিজ্ঞ অভিনেতা আবুল হায়াতের নির্বাচন ছিল যথাযথ। নির্মাতা ইয়ামিন ইলান তার সবটুকু দিয়ে চিত্রনাট্য রচনা এবং নাটক নির্মাণ করেছেন। আমি আশা করি, নাটকটি দর্শক মনে সাড়া জাগাবে।’

এদিকে নাটকটিতে বিভিন্ন চরিত্রে করেছেন মিলি বাশার, নাদিয়া, ইমতু রাতিশ, তিতান চৌধুরী, রাহুল, লিমন, আফিফ খানসহ আরো অনেকে।

নাটকটি আজ রাত ১১টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close