বিনোদন প্রতিবেদক

  ১০ জুলাই, ২০১৯

আবুল হায়াতের ৭৫তম জন্মবার্ষিকীতে বই

জীবনের দীর্ঘ সময় পার করেছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যাভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। আগামী ৭ সেপ্টেম্বর জনপ্রিয় এ অভিনেতার ৭৫তম জন্মবার্ষিকী। ৭৫ পেরিয়ে আসা এ গুণী মানুষটির সুদীর্ঘ কর্মময় জীবনের প্রতি সম্মান জানিয়ে ‘প্রিয় বাংলা প্রকাশন’ থেকে একটি স্পেশাল বই বের হতে যাচ্ছে। প্রকাশিতব্য সেই বইয়ে এই গুণী ব্যক্তি সম্পর্কে এবং তার কর্মময় জীবন সম্পর্কে দেশের নাট্যাঙ্গন, সাহিত্যাঙ্গন, সংবাদমাধ্যম, টেলিভিশন মিডিয়া, সহপাঠী, পরিবার-পরিজনসহ বিভিন্ন অঙ্গনের বিখ্যাত শতাধিক ব্যক্তির মূল্যায়ন ছাপা হবে। বইটি সম্পাদনা করবেন মুক্তিযোদ্ধা, অভিনেতা এবং অধ্যাপক জিয়াউল হাসান কিসলু। আবুল হায়াত এ উদ্যোগ প্রসঙ্গে বলেন, ‘প্রিয় বাংলাকে আন্তরিক ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্যে। আমি আবেগাপ্পুত এবং সম্মানিত বোধ করছি। প্রিয় বাংলার কর্ণধার জসীম ভূঁইয়া কাছে কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরো বলেন, ‘দেখতে দেখতে জীবনের দীর্ঘ একটা সময় পেরিয়ে এসেছি। জীবনে যা কিছু অর্জন তা নিয়েই আমি সন্তুষ্ট। আমার স্ত্রী শিরীন, দুই মেয়ে বিপাশা, নাতাশা। দুই মেয়ের জামাই তৌকীর, শাহেদ এবং তাদের সন্তান নিয়েই তো আমার সুখের পৃথিবী। সবার দোয়া, ভালোবাসার মধ্য দিয়েই বাকিটা জীবন পার করে দিতে চাই।’

জানা যায়, বইটির প্রচ্ছদ করেছেন মেয়ে বিপাশা হায়াত। এদিকে উইকিপিডিয়ায় দেওয়া তার জন্মদিন ৯ জুলাই, যেটিকে ভুল বলে জানালেন এই গুণী নাট্যব্যক্তিত্ব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close