বিনোদন প্রতিবেদক

  ০৮ জুলাই, ২০১৯

নির্বাচনের পর নাসিম, সঙ্গে ইরফান-আফ্রি

গত ২১ জুন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সর্বোচ্চ ৪২২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গুণী অভিনেতা আহসান হাবিব নাসিম। নির্বাচনে জয়লাভের পর আবারও নাসিম তার পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে গেল ৬ জুলাই তিনি শেষ করেছেন মুসাফির রনির নির্দেশনায় ঈদের বিশেষ নাটক ‘শর্টটাইম লাভার’ নাটকের কাজ। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এ নাটকে তিনি অভিনেত্রী আফ্রি সেলিনার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিকে আফ্রি সেলিনার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকটি নিয়ে আহসান হাবিব নাসিম বলেন, ‘শর্টটাইম লাভার নাটকটির গল্পটা একটু অন্যরকম। যে কারণে কাজটি বেশ উপভোগ করেছি। ইরফান, আফ্রি দুজনই ভালো করেছে।’ আফ্রি সেলিনা বলেন, ‘নাসিম ভাই আমার অনেক ভালো লাগার এবং শ্রদ্ধার একজন মানুষ। তিনি একজন গুণী অভিনেতাও বটে। শর্টটাইম লাভার নাটকে তিনি আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ ছিল। তিনি এতটা বিনয়ী এবং সহযোগিতাপরায়ণ যে, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। সাজ্জাদের সঙ্গে এর আগে একটি কাজ করলেও তার সঙ্গে কাজের বোঝাপড়াটা আমার দারুণ। যে কারণে দুটি কাজই করতে ভালো লেগেছে।’

সাজ্জাদ বলেন, ‘শর্টটাইম লাভার কাজটি খুব ভালো হয়েছে। আফ্রি অভিনয়ে এখন বেশ ভালো করছে। কাজের প্রতি তার একাগ্রতা, চেষ্টার ধারাবাহিকতা থাকলে আগামীতে সে আরো ভালো করবে।’

এদিকে ‘শর্টটাইম লাভার’ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close