বিনোদন প্রতিবেদক

  ০৬ জুলাই, ২০১৯

৩৭ প্রেক্ষাগৃহে ‘আব্বাস’

সারা দেশে ৩৭ প্রেক্ষাগৃহে গতকাল মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত চলচ্চিত্র ‘আব্বাস’। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘অবশেষে আব্বাস চলচ্চিত্রটি ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছি। ছোট প্রেক্ষাগৃহ বা বিনা পয়সায় ছবিটি যারা চালাতে চেয়েছে, তাদের আব্বাস দেওয়া হয়নি। যে কারণে আমরা কম সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। আব্বাস শুভাকাক্সক্ষী ও কলাকুশলীরা, প্লিজ আপনারা কষ্ট পাবেন না। আস্থা ও বিশ্বাস রাখুন। আগামী দিনে আরো বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে ইনশাআল্লাহ।’

নায়ক নিরব বলেন, ‘আমাদের দেশে এখন চলচ্চিত্র নির্মাণ অনেকটাই কমে গেছে। তার পরও আমরা নতুন নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছি। দর্শকদের উৎসাহ পেলে আবারও চলচ্চিত্র নির্মাণ বেড়ে যাবে বলে আমি মনে করি। তাই দর্শকদের প্রতি আমার অনুরোধ, আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখুন। এতে করে আমরা উৎসাহ পাব। নতুন নতুন চলচ্চিত্র নির্মাণ করার জন্য এগিয়ে আসবেন প্রযোজকরা।’

নিরব, সাবা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন ডন, আলেকজান্ডার বো প্রমুখ। ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির মাধ্যমে চলচ্চিত্র শুরু করেন সাইফ চন্দন। এরই মধ্যে নির্মাণ করেছেন ‘টার্গেট’। ‘আব্বাস’ তার তৃতীয় চলচ্চিত্র। গত ১৬ জুন ‘আব্বাস’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close