বিনোদন প্রতিবেদক

  ০৫ জুলাই, ২০১৯

বিশ্বব্যাপী দেশীয় বিনোদন কনটেন্ট পৌঁছে দেবে জিফাইভ

বিশ্বজুড়ে দর্শকদের কাছে বাংলাদেশি বিনোদনমূলক কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বজুড়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম জিফাইভ। গত বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে এক যৌথ সংবাদ সংম্মেলনে এ ঘোষণা দেয় প্ল্যাটফরমটি। বাংলাদেশের শিল্পী ও নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং এর মাধ্যমে এ দেশের কনটেন্টগুলো বৈশ্বিক দর্শকদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান জিফাইভ গ্লোবালর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে জিফাইভ। এর আওতায় এ দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করবে প্ল্যাটফরমটি। পাশাপাশি জিফাইভ অরিজিনালের নতুন কনটেন্টগুলোর জন্য তরুণ শিল্পীদের খুঁজে পেতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেরও আয়োজন করবে তারা। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করবে জিফাইভ। এ বিষয়ে জি ইন্টারন্যাশনাল ও জিফাইভ গ্লোবালের সিইও অমিত গোয়েনকা বলেন, বিশ্বব্যাপী আমাদের সেবা পৌঁছে দেওয়া এবং সম্ভাবনাময় প্রধান প্রধান বাজারগুলোতে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এ ক্ষেত্রে এসব বাজারে পারস্পরিক আলোচনার ক্ষেত্র তৈরি করাটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের বাজারে রবি ও এয়ারটেলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অংশীদারত্বের ঘোষণা এবং গুরুত্বপূর্ণ এই বাজারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিতে পেরে আমরা আনন্দিত। রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্বাস রবি ও এয়ারটেলের যে গ্রাহকরা মানসম্মত বিনোদনমূলক কনটেন্টের অভাববোধ করছিলেন, তাদের সে অপূর্ণতা দূর করবে জিফাইভ। প্ল্যাটফরমটিতে রয়েছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ বিনোদনমূলক কনটেন্ট; যার মধ্যে বাংলা কনটেন্টও রয়েছে। যা নিশ্চিতভাবেই আমাদের গ্রাহকদের বিনোদনের চাহিদা পূরণ করবে। মূল্য পরিশোধের সহজ প্রক্রিয়ায় বিভিন্ন ডিভাইস থেকে স্বাচ্ছন্দ্যে আমাদের গ্রাহকরা তাদের পছন্দের শোগুলো উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক মঈনুল হাসান নোবেল, ড্রামা সিরিয়াল বকুল কথার মূল ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী উষসী রায়, চঞ্চল চৌধুরী, আইরিন সুলতানা ও মাসুমা রহমান নাবিলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close