বিনোদন প্রতিবেদক

  ৩০ জুন, ২০১৯

ডিএমএসের ব্যানারে প্রকাশিত হলো ‘খেয়ালি মন’

গানের পরিবারেই বেড়ে ওঠেন শাহিন। বাবা গান করতেন, তাই গানের হাতেখড়িটা বাবার কাছ থেকেই। এরপর ওস্তাদ সালেহ আহমেদ এবং একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ রাম কানাই দাসের কাছ থেকে গানের তালিম নেন। গানের টানেই সেই সুদূর সিলেট থেকে ঢাকায় আসেন। ২০০৫ সালে প্রয়াত লিয়ন দাস এবং বাপ্পা মজুমদারের সঙ্গে মিক্সড অ্যালবাম ‘ভালোবাসার দিন, কাছে আসার দিন’-এর মাধ্যমে অডিও জগতে প্রবেশ করেন শিল্পী শাহিন আহমেদ। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘ধূসর বিকেল’। এরপর দীর্ঘ বিরতি। ৮ বছর পর নিজের নতুন গান নিয়ে হাজির হলেন এই শিল্পী; সঙ্গে ভিডিও। গানের শিরোনাম ‘খেয়ালি মন’। মোস্তফা আহমেদ বাবুর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম ও জিদান। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সঞ্জীব সাহা সাঞ্জুর ভিডিও পরিচালনায় গানের মডেল হয়েছেন আফ্রি। পুরো গানে আফ্রির সঙ্গে রোমান্সে মেতেছেন শাহিন আহমেদ।

গানটি প্রসঙ্গে শাহিন বলেন, নানা কারণে দীর্ঘদিন সংগীত থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গানের সঙ্গেই থাকব। ‘খেয়ালি মন’ দিয়ে সেই যাত্রাটা শুরু করলাম। বর্তমান সময়ের সব শ্রেণির শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখেই গান এবং ভিডিওটি নির্মাণ করেছি। প্রকাশের পর রেসপন্সও খুব ভালো পাচ্ছি। আশা করছি, সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, গত বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘খেয়ালি মন’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close