বিনোদন প্রতিবেদক

  ২০ জুন, ২০১৯

জন্মদিনে ‘কোনো এক বিকালে হলুদ শাড়ি’তে রিমু

প্রয়াত নন্দিত নায়িকা টিনার মেয়ে রিমু মায়ের পথ অনুসরণ করেই অভিনয়ে নিজেকে ব্যস্ত করে তুলেছেন। মায়ের মতো চলচ্চিত্রের নায়িকা হয়ে অভিনয় করতে না পারলেও মাকে নিজের মধ্যে লালন করে অভিনয়ের পথেই হাঁটছেন তিনি। ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে নিয়মিত অভিনয় করছেন তিনি। গেল ঈদেও তার অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এদিকে আজ রিমুর জন্মদিন। তবে জন্মদিনে নিজের মতো করে সময় কাটানোর কোনো পরিকল্পনা না করে তিনি আজ আগামী ঈদের জন্য সাগর জাহানের নির্দেশনায় ‘কোনো এক বিকালে হলুদ শাড়ি’ নাটকে অভিনয় করবেন। এই নাটকেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানালেন রিমু।

রিমু বলেন, ‘অভিনয়ই এখন আমার পেশা। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রেখেই তাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে নিজেকে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত করেছি। যেহেতু অভিনয়ই আমার পেশা, তাই জন্মদিন বা বিশেষ দিন বলে আমার জীবনে কিছু নেই। অভিনয় করেই বাকিটা জীবন পার করে দিতে চাই, সেটা হোক আমার বিশেষ দিনে কিংবা সাধারণ কোনো দিনে। আমি মনেপ্রাণে একজন অভিনেত্রী।’ রিমু বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শামীম জামানের ‘চাটাম ঘর’, আহসানুল হাসানের ‘তুমি আছো তাই’, শাহীন সরকারের ‘দুলাভাই জিন্দাবাদ’, আকাশ-রতনের ‘আক্কেলগঞ্জ প্রাইভেট লিমিটেড’, গোলাম মুক্তাদিরের ‘বাবা থাকে বাসায় সিজন টু’। গেল ঈদে আরটিভিতে সাগর জাহানের নির্দেশনায় নির্মিত ‘তাল মিছরি না হাওয়াই মিঠাই’, একই পরিচালকের এনটিভিতে ‘সৌদি গোলাপ’ সাত পর্বের ধারাবাহিকে রিমুর অভিনয় প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত অরুন চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ সিনেমাটি। এ ছাড়া তিনি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’ সিনেমাতেও অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close