বিনোদন প্রতিবেদক

  ২০ জুন, ২০১৯

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন

জমজমাট নাট্যাঙ্গন

ছবি দেখে মনে হতেই পারে কোনো বাজারের চিত্র এটি। কিন্তু না! এখানকার প্রায় সবাই ভোটার। কেউবা নিজেই প্রার্থী আর কেউ পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইছেন। এমন চিত্র গত মঙ্গলবার রাজধানীর মগবাজারের। আগে থেকেই এখানে মিডিয়ার লোকজনের ওঠাবসা থাকলেও ছোট পর্দার শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘে’-এর নির্বাচন ঘিরে মানুষের আনাগোনা বেড়েছে কয়েকগুণেরও বেশি। শুধু মগবাজারই নয়, সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি, বেইলি রোডের মহিলা সমিতি এবং রাজধানীর বিভিন্ন এলাকার শুটিং হাউসে এমন চিত্র দেখা গেছে। এ ছাড়া একই চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও। নিউজ ফিডে ভেসে উঠছে বিভিন্ন প্রার্থীর ছবি। সব মিলিয়ে রীতিমতো একটা উৎসবের আমেজ নাট্যাঙ্গনে। তবে এই আমেজ দীর্ঘ নয়। আগামীকালই এই সংগঠনটির নির্বাচন। তাইতো নিজ নিজ অবস্থান থেকে প্রার্থীরা চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ‘জিতবে ২১ জন, হারবে না কেউ’Ñ এমন সেøাগানে ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন শিল্পী। যার মধ্য থেকে সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হবেন ২১ জন। তাদের নিয়েই গঠিত হবে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি। ইতোমধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান জর্জ। এই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনজন, তুষার খান (আশিকুল ইসলাম খান), মিজানুর রহমান (শামীম ভিস্তী) ও শহীদুজ্জামান সেলিম। সহসভাপতি পদে তিনটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল লাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার। সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের জন্য লড়ছেন আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, এ কে এম আমিনুল হক আমিন, রওনক হাসান (এম এম কামরুল হাসান) ও সুমনা সোমা। অর্থ সম্পাদক হিসেবে একটি পদের বিপরীতে লড়ছেন মুহাম্মুদ নূর এ আলম এবং মাঈন উদ্দিন আহমেদ। দফতর সম্পাদক পদে লড়াইয়ে আছেন চারজন। আছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, গোলাম মাহমুদ, শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদকের একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন জিনাত সানু স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদকের একটি পদে লড়ছেন ম ম শিউলী, শামীমা ইসলাম তুষ্টি, শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রাণরায়, শফিউল আলম বাবু এবং শহিদ আলমগীর। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে লড়তে যাচ্ছেন সিরাজুল ইসলাম ও সুজাত শিমুল। কার্যনির্বাহী সদস্য হিসেবে সাতটি পদের জন্য প্রার্থী ১৮ জন। তারা হলেন সেলিম মাহবুব, বন্যা মির্জা, নাদিয়া আহমেদ, জাকিয়া বারী মম, শামস সুমন, নিথর মাহবুব, আবদুর রাজ্জাক, সনি রহমান, শামসুন নাহার শিরীন (সূচনা সিকদার), জাহিদুল ইসলাম চৌধুরী, ওয়াসিম হাওলাদার, মুনিরা বেগম মেমী, মাহাদী হাসান পিয়াল, তানভীর মাসুদ, রেজাউল করিম সরকার, নুরুন নাহার বেগম, তারেক মাহমুদ এবং রাজিব সালেহিন। এদিকে এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন নাট্যজগতের গুণী ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ। আগামীকাল রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এদিন সংগঠনটির ৬০৬ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close