বিনোদন প্রতিবেদক

  ১৯ জুন, ২০১৯

আমেরিকায় ‘আজীবন সম্মাননা’ পেলেন মৌসুমী

দেশের মাটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ধরনের সম্মাননায় ভূষিত হয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী। কিন্তু দেশের বাইরে এবারই প্রথম তিনি ‘আজীবন সম্মাননায়’ ভূষিত হলেন। আর এই সম্মাননাকে মৌসুমী তার জীবনের অন্যতম একটি অর্জন বলেও বিবেচিত করছেন। গেল ১৬ জুন মৌসুমীকে আজীবন সম্মাননায় ভূষিত করে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’। সেদিন সংগঠনের বার্ষিক বনভোজনে এ সম্মাননা তুলে দেওয়া হয়। কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সম্মাননা তুলে দেন ক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাবেক সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। এ সময় মৌসুমীর স্বামী নায়ক ওমর সানী উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয় লং-আইল্যান্ডের হ্যাকশেয়ার পার্কে। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্যপদ প্রদান করা হয়। আজীবন সম্মাননা ও প্রেস ক্লাবের সদস্যপদ দেওয়ায় মৌসুমী বলেন, ‘দেশের বাইরে আমি সম্মাননা পেয়ে সত্যিই অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। এ সম্মাননা আমি বহন করে নিয়ে যাব বাংলাদেশে। প্রেস ক্লাবের এ সম্মাননা আমার সফলতার পালকে একটি উজ্জ¦ল সংযোজন। আমি শুধু খুশিই নই, প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞও; যা আমি আজীবন স্মরণ রাখব। আজ আমার নতুন পরিচয় আমি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য; যা আমার জন্য অত্যন্ত গৌরবের।’

ওমর সানী বলেন, ‘আজ আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব একজন যোগ্য মানুষকে, যোগ্য নায়িকাকে সম্মান জানিয়েছে। যাতে আমি ব্যক্তিগতভাবে খুশি। আমি সব সময় মনে করি, সাংবাদিকরা আমার পরিবারের সদস্য বা আমি সাংবাদিকদের পরিবারের সদস্য। এত দিন আমি সেটি মনে করলেও আজ প্রবাসের মাটিতে তার প্রমাণ নিয়ে দেশে ফিরছি আমরা দুজনই।’

উল্লেখ্য, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। আগামী ২২ জুন তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close