বিনোদন প্রতিবেদক

  ১৮ জুন, ২০১৯

শিল্পকলায় আতাউর রহমানের জন্মজয়ন্তীর আয়োজন

বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আতাউর রহমান। নাট্যনির্দেশক এবং অভিনেতাও তিনি। আজ মঙ্গলবার তার ৭৮তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল মঞ্চে থাকবে মূল আয়োজন। এতে নাট্যজন আতাউর রহমানের উল্লেখযোগ্য কিছু সৃষ্টিশীল কর্ম উপস্থাপন করা হবে। এ বছর তার জন্মজয়ন্তীতে বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার এবং বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের যে কটি নাটক আতাউর রহমান মঞ্চে নির্দেশনা দিয়েছেন, সেই নাটকগুলোর অংশবিশেষ মঞ্চায়ন করা হবে। থাকবে আবৃত্তি। এ ছাড়া বাংলাদেশের কয়েকজন কীর্তিমান নাট্যবোদ্ধা বক্তব্য রাখবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close