বিনোদন প্রতিবেদক

  ১৬ জুন, ২০১৯

‘শনিবার বিকেল’ যাবে মিউনিখ ও লন্ডনে

মস্কো ও সিডনির পর মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ এবার প্রদর্শিত হবে মিউনিখ চলচ্চিত্র উৎসবে। উৎসবে এবারের আসর শুরু হচ্ছে আগামী ২৭ জুন, শেষ হবে ৬ জুলাই। তবে মিউনিখের আগে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের দেখা পাবেন লন্ডনবাসী। ২৫ জুন লন্ডনের বার্বিকান আর্ট সেন্টারে এবং ২৭ জুন জেনেসিস সিনেমা হলে এর প্রদর্শনী হবে। এটা দেখানো হবে বাগরি ফাউন্ডেশনের লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এলআইএফএফ)। নির্মাতা কর্তৃক এসব তথ্য জানা গেছে।

জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার জিতেছে। অন্যদিকে গেল সপ্তাহেই অনুষ্ঠিত সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী হয়েছে। সেখানে প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি।

মিউনিখ চলচ্চিত্র উৎসবে

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের

প্রদর্শনী হবে ২৯, ৩০ জুন ও ১ জুলাই। উৎসবে চলচ্চিত্রটি অংশ নেবে সিনেকোপ্রো কম্পিটিশনে। এ উৎসবে যোগ দিতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ২৮ জুন জার্মানির মিউনিখে যাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close