বিনোদন প্রতিবেদক

  ১৫ জুন, ২০১৯

বেঙ্গল শিল্পালয়ে সংগীতের ঝরনাধারা

বেঙ্গল শিল্পালয়ে সংগীতের ঝরনাধারায় সুরের মূর্ছনায় শীতল হলেন অসংখ্য দর্শক-শ্রোতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ‘গানের ঝরনা তলায় জ্যৈষ্ঠ বৈঠক’ শিরোনামে এ উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। শুরুতেই দীর্ঘ ৩৫ মিনিট দলীয় তবলার তিন তালের সুরে শ্রোতাদের বিমোহিত করেন সজীব বিশ্বাস, অর্পণ চৌধুরী ও সুপান্থ মজুমদার।

হারমোনিয়ামে ছিলেন অভিজিৎ কুন্ডু। এরপর উচ্চাঙ্গসংগীত বিষয়ক একটি ডকুমেন্টারি দেখানো হয়। যুগলবাদন এসরাজ ও সারেঙ্গি পরিবেশন করেন রায়হানুল আমিন ও শৌণক দেবনাথ। তবলায় ছিলেন অঞ্জন সরকার।

সুপ্রিয়া দাশের কণ্ঠে খেয়াল পরিবেশনের সময় শ্রোতারা হারিয়ে যান পরিপূর্ণ সুরের মোহনায়। খেয়াল পরিবেশনে তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে সহযোগিতা করেন অভিজিত কুন্ডু। খেয়াল সংগীত পরিবেশনের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রাণের খেলা শিরোনামে কবিগুরু রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, নূর-ই-রেজিয়া মম ও আদ্রিনা জামিলী।

আজ শনিবার চন্দনা মজুমদারের কণ্ঠে ধারণ করা রাধারমনের গানের অ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’-এর প্রকাশনা অনুষ্ঠান হবে। অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সংগীত ব্যক্তিত্ব আকরামুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close