বিনোদন প্রতিবেদক

  ১৫ জুন, ২০১৯

এটিএম শামসুজ্জামানের হাসপাতাল পরিবর্তন

দীর্ঘদিন ধরে অসুস্থ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে। বরেণ্য এই অভিনেতা গত ২৬ এপ্রিল থেকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন। ঈদও কাটিয়েছেন হাসপাতালেই। আজ শনিবার তাকে আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল। তিনি বলেন, ‘সবার দোয়ায় আমার আব্বা এখন অনেকটাই সুস্থ। আশা করি আজ চিকিৎসকরা তাকে রিলিজ দিয়ে দেবেন। তবে রিলিজের পর হাসপাতাল থেকে বাসায় না নিয়ে তাকে নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।’ সুস্থ হয়ে ওঠার পরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার কারণ জানিয়ে কোয়েল বলেন, ‘পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে। তাকে যেন নার্সিং আর অন্যান্য সেবা সময়মতো দেওয়া যায়, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আব্বাকে ফিজিওথেরাপিও দিতে হবে। এ জন্য তাকে কয়েক দিন বিএসএমএমইউতে রাখব।’

কোয়েল জানান, শনিবার এটিএম শামসুজ্জামানকে রিলিজের সময় আজগর আলী হাসপাতালে সংবাদ সম্মেলন করবেন তারা। সংবাদ সম্মেলনে সেখানকার ডাক্তাররা চিকিৎসা ও অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন। ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close