বিনোদন প্রতিবেদক

  ১৩ জুন, ২০১৯

বাবা দিবসের গানে আবুল হায়াত

আগামী ১৬ জুন বিশ্ব বাবা দিবস। বাবা দিবস উপলক্ষে একটি গানের মডেল হিসেবে কাজ করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নির্দেশক আবুল হায়াত। গেল ৯ ও ১০ জুন বন্দরনগরী চট্টগ্রামে মুসাফির সৈয়দের নির্দেশনায় আবুল হায়াত এ গানটির শুটিং করেছেন। ‘বাবা’ শিরোনামের গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর সংগীত করেছেন মুহিন খান। এতে বাবা চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। গানটিতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গানের কথা, সুর খুব ইমোশনাল। গানটির কথা যিনি লিখেছেন অনেক দরদ দিয়ে লিখেছেন। সুরকার হিসেবে মুহিনও ভালো সুর করেছে। পুলক অনেক আবেগ দিয়ে গানটি গেয়েছে। যে কারণে কাজ করার সময়ও আমি অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। বাবা বেঁচে থাকতে বাবাকে খুব একটা গুরুত্ব দিত না। কিন্তু বাবা মরে যাওয়ার পর তাকে নিয়ে সন্তানের মনের গভীরে অনেক কষ্ট হয়। এ বিষয়টিই তুলে ধরা হয়েছে বাবা গানটিতে। আমার বিশ^াস গানটি সবার

হৃদয় ছুঁয়ে যাবে।’

‘বাবা’ গানটি আসছে বাবা দিবসে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে বলে জানান মুহিন খান। এদিকে গেল ঈদে আবুল হায়াত রাবেয়া খাতুনের গল্পে ‘মমি’ নামের একটি নাটক নির্মাণ করেন। এতে অভিনয় করেন আবুল হায়াত, শিরীন আলম, ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া। এ ছাড়া আবুল হায়াত গেল ঈদে আরো বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close