বিনোদন প্রতিবেদক

  ১২ জুন, ২০১৯

আজ এটিএন বাংলায় ‘ক্লাসমেট’

কুমিল্লা ইউনিভার্সিটিতে একই বিষয়ে পড়াশোনা করে রাকিব আর বাসমা। বাসমার বাবা শিল্পপতি ফরহাদ চৌধুরী রাকিবকে খুব পছন্দ করেন। কারণ সে খুব ভালো ছাত্র। সেই কারণে দুজন ক্লাসমেট হওয়া সত্ত্বেও বাসমাকে বাসায় এসে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে রাকিবকে। কারণ ফরহাদ চৌধুরী নিজের অতীত খুঁজে পান রাকিবের মধ্যে। কিন্তু ব্যাপারটা পছন্দ করে না বাসমার মা বুলবুলি। রাকিব নানা কারণে বাসমার প্রেমে পড়ে যায়। কিন্তু বলতে পারে না। বাসমাকে ঠিক বোঝা যায় না। সে নির্বিকার। হঠাৎ এক দিন বাসমার বিয়ে ঠিক করে ফেলে বুলবুলি। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘ক্লাসমেট’ শিরোনামের একটি টেলিফিল্মের দৃশ্যপট। মিজানুর রহমান লাবুর চিত্রনাট্য এবং ইমরান চৌধুরীর গল্প ও পরিচালনায় নির্মিত এ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিথিলা, এস এন জনি, মনিরা ইউসুফ মেমী, ঝুনা চৌধুরীসহ অনেকে।

আজ রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্মটি এটিএন বাংলায় প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close