বিনোদন প্রতিবেদক

  ১২ জুন, ২০১৯

কোরিয়ায় ‘মডেল স্টার অব বাংলাদেশ’ হলেন মিথিলা

কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হলো ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০১৯’। এশিয়া মহাদেশের ২৫টি দেশের প্রতিযোগী নিয়ে গত ১০ জুন এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সেলিব্রেটি মডেল হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। এই এশিয়া মডেল ফেস্টিভ্যাল অনুষ্ঠানে তিনি ‘মডেল স্টার অব বাংলাদেশ ২০১৯’-এ ভূষিত হলেন। এর আগে বাংলাদেশ থেকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কেউ অংশ নেয়নি। মিথিলাসহ আরো চার জন এবারই প্রথম এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘মডেল স্টার অব বাংলাদেশ ২০১৯’ পদকটি মিথিলার হাতে তুলে দেন এশিয়া মডেল ফেস্টিভ্যাল আয়োজক কমিটির চেয়ারম্যান ইয়াং ইউ সিগ। এ আয়োজন শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে মিথিলার। দেশে ফেরার আগে মুঠোফোনে মিথিলা বলেন, ‘একজন বাংলাদেশি মডেল হয়ে আমি ভীষণ গর্বিত যে, বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পেরেছি। এশিয়া মহাদেশের ২৫টি দেশের মডেলদের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন সারা দেশের, এই অর্জন আমার পরিবারের। সবাই আমার জন্য দোয়া করবেন।

এদিকে আজ থেকে প্রায় ছয় বছর আগে মডেল হিসেবে মিডিয়ার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন মিথিলা। সেসময় ‘ঢাকা ফ্যাশন উইক’-এ মডেল হিসেবে অংশ নেন তিনি। এরপর বাংলাদেশ ফ্যাশন উইক, রিনা লতিফ, ডেনিম এক্সপো, আড়ং-এর ৪০ বছর পুর্তিসহ আরো বেশ কয়েকটি বড় বড় ফ্যাশন শোতে প্রথম সারির মডেল হিসেবে অংশ নিয়ে বেশ প্রশংসিত হন মিথিলা। এ ছাড়া পিপলুর নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর বিপুলের নির্দেশনায় সেন্টার ফ্রুট, আদনানের নির্দেশনায় একটি আইসক্রিমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। তানিম রহমান অংশুর নির্দেশনায় মিথিলা প্রথম সিয়ামের বিপরীতে ‘ফ্যামিলিয়ার এনিমি’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি একই পরিচালকের নির্দেশনায় ‘কোপা শামসু’, ‘এয়ারবে-ার’ নাটকেও অভিনয় করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close