বিনোদন প্রতিবেদক

  ১২ জুন, ২০১৯

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ববিতা

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ও ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআইআই) শুভেচ্ছাদূত ববিতা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন। গত ১০ জুন দুপুরে রাজধানীর গুলশানে ববিতার বাসভবনে ববিতা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ উদ্যাপন করেন। এ সময় ববিতার সঙ্গে ছিলেন ববিতার বড় বোন সূচন্দা ও ছোট বোন চম্পা। চল্লিশজনেরও বেশি শিশু ববিতা, সূচন্দা ও চম্পার সঙ্গে এক অন্যরকম সময় কাটায়। শিশুরা ববিতাকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সঙ্গে ঈদ আড্ডায় মেতে ওঠে। এ সময় ববিতার দুই বোনও তাদের সঙ্গে গল্পে মেতে ওঠে। তিন বোনকে শিশুরা গানও শোনায়। শিশুরা ববিতাকে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে ও রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলেÑ গান দুটি গেয়ে শোনায়। গানের পাশাপাশি শিশুরা সোহাগ চাঁদ বদনি... নাচো তো দেখি গানের সঙ্গে নাচ পরিবেশন করে। শিশুদের নাচে-গানে মুগ্ধ হন সূচন্দা, ববিতা ও চম্পা। ডিসিআইআইয়ের শুভেচ্ছাদূত হয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন ববিতা। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তিনি ডিসিআইআইয়ের হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের হয়ে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে ববিতা বলেন, ‘আমি এর আগেও ঈদে আমার জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বিশেষভাবে সময় কাটিয়েছি। সুবিধাবঞ্চিত এসব শিশু প্রতিভাবান এবং মেধাবীও বটে। শুধু লেখাপড়াই নয়, লেখাপড়ার পাশাপাশি তারা বিভিন্ন কাজে বেশ পারদর্শী। শিশুরা আমাদের গান গেয়ে শুনিয়েছে, নৃত্য পরিবেশন করেছে। সত্যিই তাদের এ পরিবেশনায় আমি, আমরা আবেগাপ্লুত। তাদের ভালোবাসায় মুগ্ধ আমি। আমি মনে করি, উপযুক্ত সুবিধা পেলে তারাও সমাজ ও দেশের কর্ণধার হয়ে উঠবে এক দিন ইনশা আল্লাহ। আমি সমাজের সব বিত্তবান ব্যক্তিদের ডিসিআইআইয়ের শিশুদের পাশে দাঁড়ানোর বিনীত আহ্বান জানাচ্ছি।

সূচন্দা বলেন, ‘ববিতার এ আয়োজনে ফুলের মতো শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে আমি অনেক আনন্দিত। আমার বাবা প্রায়ই বলতেন একই বৃন্তে তিনটি ফুল। আমরা তিন বোন সেই তিনটি ফুল হয়ে সারা জীবন একসঙ্গেই থাকতে চাই, শিশুদের সঙ্গে সময় কাটাতে চাই। নিঃসন্দেহে ববিতার এই আয়োজন তার প্রতি আমার ভালোবাসা আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে।’

চম্পা বলেন, ‘ববিতা আপার এটা এক অন্যরূপ দেখা আমার। তার মধ্যে যে মাতৃত্ববোধ আছে, সেটা বারে বারে আপা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। ছোট ছোট শিশুর মায়ের ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে যেভাবে শিশুদের আগলে রেখেছেন, তা পরিবারের সদস্য হিসেবে আমাকে অনেক অনেক গর্বিত করে। শিশুদের সঙ্গে আপার ঈদ উদ্যাপন আমাকে অনেক আনন্দিত করেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close