বিনোদন প্রতিবেদক

  ০৮ জুন, ২০১৯

মন কেড়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’

ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় চোখ থাকে সব শ্রেণির দর্শকের। কারণ ওইদিন প্রচারিত হয় মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ফার্মারস গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। ৬ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে প্রচার হয়েছে শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলেও। এবারের কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের থিম একেবারেই ব্যতিক্রম। আর তাই অনুষ্ঠানটি মন কেড়ে নিয়েছে দর্শকদের। জমকালো এক রাজপ্রাসাদে কৃষকরাই রাজা। আর কৃষকের সন্তানরা রাজপুত্র। নানা মজার খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে বিনোদনমূলক করার পাশাপাশি সচেতনতার একটি আয়নাও যে তৈরি করা যায়, তা প্রকাশ পেয়েছে এবারের অনুষ্ঠানে। ‘কৃষকের ঈদ আনন্দ’ সারা দেশের মানুষের প্রাণের অনুষ্ঠান। কারণ এ অনুষ্ঠানে মানুষ মাটির সুবাস, শেকড়ের ঘ্রাণ পায়! অনুষ্ঠানে কৃষকদের নিয়ে আনন্দ-বিনোদনের পাশাপাশি থাকে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন ভাবনার কথা। যার ফলে অনুষ্ঠানটি হাসি আনন্দের পাশাপাশি সমাজ উন্নয়ন ভাবনায় সংশ্লিষ্ট মহলকেও সজাগ করে তোলে। ইউটিউবে অনুষ্ঠানটি প্রকাশ পাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই চৌত্রিশ হাজার ভিউ ছাড়িয়ে গেছে। প্রতি মিনিটেই বেড়ে চলেছে ভিউ। সেই সঙ্গে দর্শকের প্রশংসায়

ভাসছে কমেন্ট বক্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close