বিনোদন ডেস্ক

  ২৭ মে, ২০১৯

‘নেগেটিভিটি নিয়ে ভাবিনি’

সমকামিতাকে ভারতের সর্বোচ্চ আদালত আইনি স্বীকৃতি দিলেও সামাজিকভাবে এখনো স্বীকৃতি পায়নি। দেশটির অনেক সিনেমাতেই সমকামিতা নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু সাধারণ চরিত্রের বাইরে গিয়ে এ ধরনের কাজে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন শিল্পীরা? বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের নতুন সিনেমা ‘এক লাড়কি কো দেখা তো এইসা লাগা’তে এমনই একটি চরিত্রে দেখা মিলবে তার। চরিত্রটিতে অভিনয় করতে তার মনে কোনো দ্বিধা ছিল না বলে জানিয়েছিলেন সোনম। আগামী বছরের ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির ট্যাগলাইন ছিল দ্য মোস্ট আনএক্সপেক্টেড রোমান্স অব দ্য ইয়ার। সোনম সুইটি চৌধুরী নামের এক টিপিক্যাল পাঞ্জাবি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এখানে। বাবার ভূমিকায় অনিল কাপুর। এই সিনেমা দিয়েই প্রথম স্ক্রিন শেয়ার করলেন রিয়েল লাইফের বাবা আর মেয়ে। সোনম কাপুর বলেন, ‘আমার চরিত্রটি দেখে যদি একজন মানুষের জীবনের কোনো পরিবর্তন আসে, একজনও যদি উপকার পান, তাহলেই আমি খুশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close