বিনোদন প্রতিবেদক

  ২৬ মে, ২০১৯

পরিচালক মতিন রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি পরিচালক মতিন রহমান। এবার চলচ্চিত্র নিয়ে বিশেষ গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এই নির্মাতা। যার মাধ্যমে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। কারণ বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান অর্জন করেন। তার এই সাফল্যে দেশের চলচ্চিত্রাঙ্গনে এক অন্য রকম উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। বলা যায়, প্রায় সবাই মতিন রহমানকে তার এই সাফল্যের জন্য অভিনন্দিত করছেন। তার গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশের চলচ্চিত্রে লোকজ উপাদানের প্রয়োগ কৌশল ও নন্দন ভাবনা’।

ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’, এ জে কারদারের ‘জাগো হুয়া সাভেরা’, জহির রায়হানের ‘বেহুলা’, সালাহউদ্দিনের ‘রূপবান’, আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ এবং হুমায়ুন আহমেদের ‘আগুনের পরশমনি’ এই ছয়টি সিনেমার নির্মাণে লোকজ উপাদানের প্রয়োগ কীভাবে হলো এবং তার নন্দন ভাবনা ছিল কিনা তা নিয়েই গবেষণা করেছেন মতিন রহমান। সিনেমাগুলোর গানে, সংলাপে, পোশাকে লোকজ উপাদানের প্রয়োগ বিশ্লেষণ করে মতিন রহমান প্রমাণ করেছেন, এসব সিনেমাতে নন্দন ভাবনা ছিল। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ড. আমিনুল ইসলাম দুর্জয়ের অধীনে মতিন রহমান এই গবেষণা করেন। তার পরীক্ষক হিসেবে ছিলেন ড. কাবেরী গায়েন ও ড. বিশ^জিৎ ঘোষ। নিজের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত মতিন রহমান। তিনি বলেন, ‘সিনেমা নির্মাণের শুরু সময় থেকেই বই পড়ার প্রতি আমার ভীষণ আগ্রহ ছিল। আমার সবসময়ই মনে হতো যে সিনেমা নির্মাণ করতে হলে নিজেকে বেশি বেশি জানতে হবে। এর বিকল্প নেই। কারণ আমি মনে করি, সিনেমা হলো নানা শিক্ষার সংমিশ্রণ। ফলে সিনেমা নির্মাণ করতে গিয়ে আমার সবসময়ই আগ্রহ ছিল এর শেষ কোথায়, তা দেখার। সেই আগ্রহ থেকেই আমার অর্জিত বিষয়ের ওপর গবেষণার আগ্রহ জন্মায়। তবে এই গবেষণাটা একান্তই আমার নিজের জন্য, নিজের আনন্দের জন্য। কোনো রকম প্রচারণায় যাওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। তবে এটা সত্যি, চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থেকে গবেষণায় নিজেকে সম্পৃক্ত করার মধ্যদিয়ে নিজেকেও নতুন করে আবিষ্কার করেছি। জানি এটি এভারেস্ট বিজয়ের মতো কোনো ঘটনা নয়, তবে আমার এই অর্জনে আমি তৃপ্ত।

মতিন রহমান দীর্ঘ ১৫ বছর ধরে রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি জানান, বর্তমানে ভাষা আন্দোলনের ওপর বিশদ পড়াশোনা করছেন। যদি তিনি সিনেমা নির্মাণের ওপর কোনো উপাদান পেয়ে যান, তবে এই বিষয়ের ওপর সিনেমা নির্মাণের আগ্রহ

আছে তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close