বিনোদন প্রতিবেদক

  ২৪ মে, ২০১৯

এনটিভিতে আজ ‘ভূত বলে কিছু নেই’

‘অফিসের রিসিপশনে বউ সেজে বসে আছে রানু। অনেক কানাঘুষার পর জানা গেল মেয়েটা ফয়সালকে খুঁজছে। ফেসবুকের মাধ্যমে অল্প দিনের পরিচয়ে রানু যে এভাবে হুট করে ঢাকায় চলে আসবে, তা ভাবতে পারেনি ফয়সাল। ওদের বিয়েটা হয়ে গেল। শুরু হলো ওদের সংসার। বাসর রাতেই রানুকে ভয় দেখাতে একটা গল্প বলল ফয়সাল। পর দিন সকাল থেকেই ঘটতে শুরু করল অদ্ভুত, অলৌকিক সব ঘটনা। জানা যায়, এ বাড়ির মালিকের মেয়ে নাকি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। রানুর কাছে সব কিছু কেমন গোলমেলে লাগে। আসলেই কি এ বাড়িতে ভূত আছে?’ এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘ভূত বলে কিছু নেই’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট। রোহিত হাসান কিসলুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রাজ। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শুভাশীষ ভৌমিক, সংগীতা প্রমুখ। আজ রাত ৯টা ৫ মিনিটে নাটকটি এনটিভিতে

প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close