বিনোদন প্রতিবেদক

  ১৫ মে, ২০১৯

মঞ্চে ‘লেট মি আউট’ -এর ২ প্রদর্শনী

প্রযোজনাভিত্তিক নাট্যদল তাড়ুয়ার নতুন নাটক ‘লেট মি আউট’ আসছে মঞ্চে। রুনা কাঞ্চনের রচনায় বাকার বকুলের নির্দেশনায় মঞ্চে আসছে নাটক ‘লেট মি আউট’। বাংলাদেশ মহিলা সমিতির নিলীমা ইব্রাহীম মঞ্চে এ নাটকটির ১৭-১৮ মে মঞ্চায়ন হবে।

নাটকটির গল্পে দেখা যাবে, ১৯২৮ সালের লস অ্যাঞ্জেলস্ পুলিশ ডিপার্টমেন্ট এলএপিডি। যাদের রয়েছে স্পেশাল ফোর্স ‘গান স্কোয়াড’। এমন এক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে ক্রিস্টিন কলিন্স নামে এক মায়ের অভিযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে নাটকটির গল্প।

৯ বছরের ছেলে ওয়াল্টার কলিন্সকে হারিয়ে ক্রিস্টিন পুলিশ ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়। ক্রিস্টিন কলিন্স ফিরে পেতে চায় তার প্রকৃত সন্তান, কিন্তু প্রসাশনিক সিস্টেমের জটিলতায় অসহায় হয়ে পড়ে ক্রিস্টিন। এদিকে বিচারবহির্ভূত হত্যার ভয়াবহতায় মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে থাকা এক পুলিশ অফিসার আত্মদ্বন্দ্বে ভোগে। লস অ্যাঞ্জেলেসের নাগরিক জীবন ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। শহরের শান্তি ফিরিয়ে আনতে প্রোটেস্ট্যান্ট গির্জার ফাদার মিসেস ক্রিস্টিন কলিন্স এর পাশে দাঁড়ায়।

এদিকে মঞ্চ নাটকে আগ্রহীদের জন্য নাট্যদল তাড়ুয়া একটি ওপেন প্ল্যাটফরম। লেট মি আউট দিয়েই তাদের যাত্রা। দল সূত্রে জানা যায়, আগামী ১৭-১৮ মে পরপর দুই দিন নাটকটির তৃতীয় ও চতুর্থ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে নাটকগুলোর প্রদর্শনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close