বিনোদন ডেস্ক

  ১১ মে, ২০১৯

ছেলেদের সুরক্ষার দাবিতে লড়াই করবে পূজা

বলিউডে #মিটু আন্দোলন চালু করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার #মেন টু আন্দোলন চালু করতে চাচ্ছেন অভিনেত্রী পূজা বেদি। কিছুদিন আগে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন তার ঘনিষ্ঠ বন্ধু করণ ওবেরয়। সেই ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন, যৌন হেনস্তায় সব সময় সবার সমর্থন মেয়েটির দিকে থাকে। কিন্তু ছেলেরাও যৌন হেনস্তার শিকার হয়। যেটা তারা লোকলজ্জার ভয়ে বলতে পারে না।

পূজার কথায়, ‘সম্প্রতি আমার বন্ধু করণকে ধর্ষণ ও তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়। কিন্তু যে মেয়েটি ওর সম্পর্কে অভিযোগ করেছে, তার সঙ্গে করণের আলাপ ২০১৬ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০১৭ সালে তাদের সম্পর্ক নিয়ে মেয়েটি সংবাদমাধ্যমে নানা সাক্ষাৎকারও দিয়েছিল। এরপর সে প্রায়ই করণের ফ্ল্যাটে আসত। উপহারের পর উপহার ছিনিয়ে নিত। বিয়ের জন্য চাপ দিত, ভয় দেখাত।’

‘২০১৮ সাল থেকে তাদের মধ্যে নানা ঝামেলা শুরু হয়। এখন মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করছে, করণ নাকি তাকে জোর করে ধর্ষণ করেছে এবং টাকা নিয়েছে। করণ কিন্তু মেয়েটির সম্মান রক্ষার্থে এখনো একটা কথাও বলেনি। সে এমন দিনে এফআইআর করেছে, যেদিন মুম্বাই হাইকোর্ট বন্ধ ছিল। ফলে করণ এই মাসে আর জামিনের আবেদন করতে পারবে না।’

পূজার কথায়, ‘আমরা সমাজে সবার সমান অধিকারের কথা বলি। কিন্তু বাস্তবে কি তা ঘটছে? এই ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। এবার আমি ছেলেদের সুরক্ষা ও অধিকারের স্বার্থে লড়াই করব। সে কারণেই #মেন টু আন্দোলন শুরু করলাম। মেয়েদেরও অধিকার আছে ছেলেদের পাশে দাঁড়ানোর। যেকোনো বিপদে তাদের সাহায্য করা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close