বিনোদন প্রতিবেদক

  ২৬ এপ্রিল, ২০১৯

তাদের ‘প্রযত্ন পান্ডুলিপি’

প্রিতমের ইচ্ছে সে ভবঘুরে হয়ে পৃথিবী দেখবে আর লিখবে বিস্ময়কর সব। কিন্তু একমাত্র মায়ের জন্য সেটা আর তার পক্ষে সম্ভব হয়ে উঠেনি। গ্রাম ছেড়ে সে এখন নীলক্ষেতের বইয়ের দোকানের বিক্রয় কর্মী। বৃদ্ধ মায়ের মুখে দুবেলা দুমুঠো ভাত আর যৎসামান্য ওষুুধ কেনার অর্থের জন্য তার এ চাকরিতে যোগদান করা। ভবঘুরে না হতে পারলেও সে এই ভেবে তৃপ্ত যেÑ বিনা খরচায় রোজ দিন নতুন নতুন বই পড়তে পারছে সে। প্রিতমের দোকানের নিয়মিত বই ক্রেতা মহুয়া নামের একটি সুন্দরী মেয়ে। সপ্তাহে এক দিন আসে মহুয়া বই কিনতে। মহুয়াকে ভালো লাগতে শুরু করে ওর। ঘুমন্ত মায়ের পাশে বসে রাত জেগে প্রিতম লিখতে থাকে নতুন নতুন গল্প। মা ঘুম থেকে উঠে প্রিতমের পাগলামি দেখে কপাল টেনে চুমু দিয়ে আশীর্বাদ করেন। মা প্রিতমকে ভবঘুরে হওয়ার অনুমতি দিলেও প্রিতম রাজি হয়নি। একপর্যায় প্রিতমের বেশ কিছু গল্প লেখা পরিপূর্ণ হয়েছে। সে কয়েকজন প্রকাশকের কাছে তার গল্প নিয়ে যায়। কেউ তার লেখা বাণিজ্যিকভাবে প্রকাশ করতে সাহস করে না। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘প্রযতœ পান্ডুলিপি’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট। সেজান নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন এল আর সোহেল। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, সায়েম সামাদ, রিপা রঞ্চনাসহ আরো অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close