বিনোদন প্রতিবেদক

  ২৫ এপ্রিল, ২০১৯

শিল্পকলায় যাত্রা উৎসব

লোকসংস্কৃতির অমূল্য সম্পদ যাত্রাপালার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এবং যাত্রাশিল্পকে আগের মতো দর্শকনন্দিত করতে কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই মধ্যে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ প্রণিত হয়েছে। নীতিমালার আলোকে বেশ কয়কে বছর ধরে শিল্পকলা একাডেমি যাত্রাশিল্প নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া দেশের ৬৪ জেলায় যাত্রা প্রদর্শনী, একাডেমির নিজস্ব প্রযোজনায় যাত্রাপালা নির্মাণসহ দেশের যাত্রা দলগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে শিল্পকলা একাডেমি।

যাত্রাশিল্পের উন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার থেকে একাডেমির আয়োজনে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুরু হয়েছে তিন দিনের যাত্রা উৎসব। উৎসবে বেশ কয়েকটি দলের যাত্রা প্রদর্শনী ছাড়াও ‘যাত্রাপালার বিবেক’ শীর্ষক গবেষণাধর্মী কর্মশালার আয়োজন থাকছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close