বিনোদন প্রতিবেদক

  ১৯ এপ্রিল, ২০১৯

আজ বিটিভিতে আনজাম মাসুদের পরিবর্তন

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের ৩৩তম পর্ব প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৯টি পরিবেশনা দিয়ে। বাংলা নববর্ষ বিধায় এ পর্বের বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সঙ্গে বৈশাখ, বৈশাখী মেলা, বৈশাখী রীতিনীতি আচার অনুষ্ঠান ইত্যাদি বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে তিনটি নতুন গান। সুজন আরিফের সুর ও সংগীত পরিচালনায় বৈশাখ, পহেলা বৈশাখ, বৈশাখী মেলা চিরাচরিত বর্ষবরণ রীতিনীতি নিয়ে লেখা একটি গান গাইবেন এ প্রজন্মের সংগীতশিল্পী নাজু আখন্দ। নিজের সুর ও সংগীতে আরেকটি গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি। প্রখ্যাত গীতিকবি ও সুরকার কুটি মনসুরের বহুল জনপ্রিয় একটি গান ‘আমি কি তোর আপন ছিলাম নারে জরিনা’। কথা ও সুর অবিকৃত রেখে জাহিদ বাশার পংকজ এর নতুন সংগীতায়োজনে এ গান গাইবেন কণ্ঠশিল্পী রেশাদ মাহমুদ। বৈশাখ নিয়ে গাওয়া নিজের গানে নিজেই ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন কণ্ঠশিল্পী কনা। এ ছাড়া মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় বাংলা নববর্ষ। এ ছাড়াও নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে কেমিক্যাল ব্যবসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফলে ফরমালিন, অশ্লীল ইউটিউব কন্টেন্ট, পরনিন্দা, পরচর্চা, ঘুষ, দুর্নীতি ও বিদেশি অপসংস্কৃতিচর্চা প্রাধান্য পেয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close