বিনোদন প্রতিবেদক

  ১৯ এপ্রিল, ২০১৯

পথশিশুদের পাশে তারকারা

নববর্ষের আয়োজনে পুরো দেশ ছিল উৎসবমুখর। তবে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পথশিশুদের জন্য ‘রোডস্টার ড্রিম’-এর আয়োজনটা ছিল কিছুটা ব্যতিক্রম। প্রায় পাঁচশ সুবিধাবঞ্চিত পথশিশু উল্লাস করছে নববর্ষের আনন্দে। একসঙ্গে খেয়েছে দুপুরের খাবার। সমাজসেবামূলক এ সংগঠন বিনামূল্যে তাদের মধ্যে প্রদান করে চিকিৎসাসেবা প্রদান, বই ও বস্ত্র। এদিকে দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পথশিশুদের জন্য আয়োজিত ‘রোডস্টার ড্রিম ডে’ অনুষ্ঠানে পথশিশুদের পাশে ছিলেন শোবিজ জগতের বিভিন্ন অঙ্গনের তারকারা। এদিন পথশিশুদের মাঝে মিশে গিয়ে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন এমপি তোফায়েল আহমেদ, অভিনেতা ড. এজাজ, ফারুক আহমেদ, চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক শিপন, সাঈদ বাবু, আইরিন আফরোজ, অর্ণব অন্তু, মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, নৃত্যশিল্পী সোহেল রহমান, উপস্থাপিকা নীল প্রমুখ। এ সমাজসেবামূলক অনুষ্ঠানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন বেলাল খান, কাজী শুভ, নূরজাহান আলীম, ইমরান হোসেন, বাঁধন সরকার পূজা, মাহফুজা কুমকুম ও আশিক। মাঠের ভেতরের ফেস্টুন ও হরেক রকমের আয়োজন এনে দেয় নান্দনিকতা।

এ বিষয়ে রোডস্টার ড্রিমের প্রতিষ্ঠাতা তিথি কবির বলেন, ‘এই প্রয়াসটা মন থেকে নেওয়া। পথশিশুদের জন্য এমন মঙ্গলময় দিয়ে এমন উদযাপনে সবারই পাশে থাকা উচিত। তবে এটা শুধু একার প্রয়াস নয়, রোডস্টার ড্রিমের সকলের মিলিত প্রয়াস ছিল। ওদের মুখে একটু হাসি ফুটলেই নববর্ষ সত্যিকার অর্থে শুভ হবে। ভবিষ্যতেও এমনি মহতী উদ্যোগে আমরা সবাই পথশিশুদের পাশে থাকব।’ উল্লেখ্য, রোডস্টার ড্রিমের সঙ্গে জড়িতরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এ ছিন্নমূল শিশুদের একটা সুন্দর আগামী উপহার দেওয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close