বিনোদন প্রতিবেদক

  ১৮ এপ্রিল, ২০১৯

বিশালের কথায় মনুতোষের ‘বৈঠা ছাড়া তরী’

বৈশাখ উপলক্ষে ‘বৈঠা ছাড়া তরী’ শিরোনামে গান ভিডিও প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মনুতোষ মধু। ওমর ফারুক বিশালের কথা ও সুরে গানটির সংগীত করেছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট ও নোনতা বিস্কুট ব্র্যান্ডের অন্যতম সদস্য মহান ফাহিম।

‘ভুল বোঝ না ভুল খোঁজ না এই মিনতি করি/তুমিহীনা আমি একটা বৈঠা ছাড়া তরী’Ñ এমন কথার গানের ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এতে মডেল হয়েছেন শান ও আসফিয়া।

এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী মনুতোষ মধু বলেন, একজন নতুন শিল্পী হিসেবে আমার গায়কির মূল্যায়ন করার জন্য বিশাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। মনঃপূত কথার একটি গান তিনি আমাকে দিয়েছেন। কথা-সুরের পাশাপাশি মহান ভাই দারুণ সংগীতায়োজন করেছেন। এক কথায় গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আশা করি, দর্শক-শ্রোতাদেরও ভিডিও গানটি ভালো লাগবে।

এদিকে মনুতোষের কণ্ঠের ‘বৈঠা ছাড়া তরী’ গানটির ভিডিও গত মঙ্গলবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close