বিনোদন প্রতিবেদক

  ১৭ এপ্রিল, ২০১৯

কনার সাফল্য

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা সংগীত জীবনের এক অন্য রকম মাইলস্টোন অতিক্রম করলেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে কনা ‘কনা’ নামে একটি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেন। এর আগে এই চ্যানেলে তার গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান প্রকাশ করলেও শুধু তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য ‘রেশমি চুড়ি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন। গানটি লিখেছিলেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর-সংগীত করেন আকাশ সেন। মিউজিক ভিডিও নির্মাণ করেসন শিবরাম শর্মা। কনার নিজের চ্যানেলে ২০১৬ সালে গানটি প্রকাশের পর চারদিকে গানটি নিয়ে বেশ সাড়া পড়ে যায়। কনার গাওয়া সবচেয়ে জনপ্রিয় গানের একটি রেশমি চুড়ি। এরপর আরো বেশকিছু গান তার এই চ্যানেলটিতে প্রকাশ পায়। এরই মধ্যে গেল পহেলা বৈশাখে কণার নতুন বৈশাখী গানও প্রকাশিত হয় এই ইউটিউব চ্যানেলটিতে। গানটি হলো ‘আইসে পহেলা বৈশাখ’। গানটি লিখেছেন ও সুর করেছেন শাওন শাহ। সংগীত করেছেন বিবেক মজুমদার। গানটির কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। এটি নির্মাণ করেছেন ভাস্কর জনি ও এ কে পরাগ। গত শনিবার কনার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানটি মাত্র চার দিনে ৩ লাখেরও বেশি ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। নিজের ইউটিউব চ্যানেলের ১ লাখ গ্রাহক হওয়ার সাফল্যে কনা বলেন, ‘সত্যিই এটা আমার জন্য অনেক ভালো লাগার, আনন্দের খবর। আমি কৃতজ্ঞ আমার ভক্ত, শ্রোতা, দর্শকের কাছে। কারণ তাদের ভালোবাসার কারণেই আমার ইউটিউব চ্যানেল এই সাফল্য ছুঁতে পেরেছে।’

এদিকে গত সোমবার ছিল কনার জন্মদিন। কেমন কাটল জন্মদিন? এ প্রসঙ্গে কনা বলেন, ‘জন্মদিন সত্যিই খুব ভালো কেটেছে। যদিও আব্বু-আম্মু দেশে ছিলেন না। তারা থাকলে হয়তো আরো বেশি ভালো লাগত। তারপরও ভাই-বোন, বন্ধুবান্ধবদের নিয়ে দারুণ সময় কেটেছে।’ এদিকে আগামী ২১ এপ্রিল বাংলাদেশ টেলিভিশনে কনাকে নিজের গানে নাচতে দেখা যাবে আনজাম মাসুদের পরিবর্তন অনুষ্ঠানে। এরই মধ্যে সিএমভি থেকে কনা ও ইমরানের গাওয়া ‘কে কত দূরে’ গানটি প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন মাহমুদ মানজুর এবং সুর-সংগীত করেছেন ইমরান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমায় কনার গাওয়া ‘প্রেমের রাজা’ ও ‘রসিক আমার’ গান দুটি প্রকাশিত হয়েছে। দুটি গানে কনার গায়কীও বেশ প্রশংসিত হচ্ছে। সব মিলিয়ে কনার এখন সুসময়ই বইছে। আগামী ১৯ এপ্রিল কনা রূপগঞ্জে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close