বিনোদন প্রতিবেদক

  ১২ এপ্রিল, ২০১৯

ভালোবাসা দিবসের নাটকের সিক্যুয়াল পহেলা বৈশাখে

গত ভালোবাসা দিবসে আফরান নিশো অভিনীত ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। নাটকটির গল্প রচনা এবং পরিচালনা করেছিলেন মাহমুদুর রহমান হিমি। নাটকটির দর্শক জনপ্রিয়তার কথা বিবেচনা করে নির্মাতা হিমি আফরান নিশোকে নিয়ে একই নাটকের সিক্যুয়াল নির্মাণ করেছেন। এবার তিনি নাটকটির নাম দিয়েছেন ‘আনএক্সপেক্টেড স্টোরি’। এর আগেও এই নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন মেহজাবিন চৌধুরী, সিক্যুয়াল নাটকেও তার বিপরীতে মেহজাবিনই অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘গত ভালোবাসা দিবসে হিমির নির্দেশনায় আনএক্সপেক্টেড সারপ্রাইজ নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলাম। নাটকটির গল্প অন্যরকম ছিল বলেই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। সত্যি বলতে কী অনেক পরিচালকই আছেন বাজেটটা যথাযথভাবে কাজে লাগাতে পারেন না। কিন্তু হিমি তা পারে। হিমি একজন উঠতি মেধাবী পরিচালক। সে জানে নাটকের কোন ক্ষেত্রে কোন বাজেট কীভাবে ব্যবহার করতে হবে। একজন মানুষ হিসেবে হিমি অনেক আবেগী, সৎ এবং সর্বোপরি একজন ভালো নির্মাতা। যে কারণে আমি আশা করি এক দিন সে অনেক বড় একজন পরিচালক হবে।’ তিনি আরো বলেন, ‘এ নাটকে আমার সহশিল্পী মেহজাবিন চৌধুরী। অনেকেই বিখ্যাত হয়ে গেলে অনেক কিছুই মেইনটেইন করতে পারে না। কিন্তু মেহজাবিন সে ক্ষেত্রে ব্যতিক্রম। যে কারণে সে অনেক ভালো করছে।’ নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন রাত ৮.১০ মিনিটে নাটকটি বাংলা ভিশনে প্রচারিত হবে। এদিকে এবারের পহেলা বৈশাখে আফরান নিশোকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মিজানুর রহমান আরিয়ান, অমিসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয়ে দেখা যাবে। এদিকে এখনো রূপালী পর্দায় দেখা মিলেনি আফরান নিশোর। তবে কিছুদিন আগে কোয়েল মল্লিকের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে তার নাম আলোচিত হয়েছিল। আগ্রহ আছে আফরান নিশোর, সিনেমায় অভিনয় করার। এখনো ব্যাটে-বলে ভালো গল্প এবং চরিত্র পাননি বিধায় তিনি নিজেকে আপাতত ছোট পর্দাতেই ব্যস্ত রেখেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close