বিনোদন প্রতিবেদক

  ০৯ এপ্রিল, ২০১৯

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আলাউদ্দিন আলী

গতকাল ৮ এপ্রিল দেশের প্রখ্যাত সংগীতজ্ঞ, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) দীর্ঘ আড়াই মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এক সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এই তথ্য জানান। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসহ সব সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এছাড়া তখন সুরকার আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলাউদ্দিন মিমি এবং তার শিশুকন্যা আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা পাশে ছিলেন। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি দিবাগত রাতে তীব্র শ্বাসকষ্ট, কাশি এবং জ্বর নিয়ে তিনি ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হন। মেডিকেল পরিভাষায় তার অসুখটির নাম ছিল নিউমোনিয়া অ্যান্ড সেফটিসেমিয়া। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। পরবর্তী সময়ে এক দিন পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। এরপর কয়েক দফায় মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে তাকে সমন্বিত সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় তাকে পর্যায়ক্রমে নিবিড় পরিচর্যা থেকে কেবিনে বিশেষ চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে তিনি সুস্থতার দিকে এগিয়ে যান। তার এই দীর্ঘ চিকিৎসার

ব্যয় বহন করতে হাসপাতালের পাশাপাশি বিশেষ সহায়তার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close