বিনোদন প্রতিবেদক

  ২৩ মার্চ, ২০১৯

এনটিভিতে আজ ‘টিকিট কাউন্টার’

‘শহরতলির পুরোনো জীর্ণ সিনেমা হল। ঠিক বাজারের পাশের এই সিনেমা হলে টিকিট বিক্রেতা হিসেবে কাজ করে মাঝবয়সি মইনু। বোকা সোকা সরল মানুষ মইনুর সংসারে তার আর কেউ নেই। অন্যদিকে তরুণ যুবক জামাল খুবই ধুরন্ধর। তারও যোগাযোগ এই সিনেমা হলকে কেন্দ্র করে। সে টিকিট কালোবাজারি করে। জামাল ভালোবাসে কাজলী নামের এক মেয়েকে। জামাল এক দিন মইনুর কাছে ছুটে এসে জানায় কাজলীর বাপ তার বিয়ে দিয়ে দিচ্ছে। যে করেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। মইনু যদি একবার যায় জামালের পক্ষ নিয়ে কথা বলতে। অগত্যা মইনু রাজি হয়ে এক দিন যায় কাজলীর বাড়িতে। আর ঠিক সেদিনই কাজলীকে বউ সাজিয়ে মইনু ফিরে আসে গ্রামে। তারপর! ঘটতে থাকে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে নাটক ‘টিকিট কাউন্টার’ শিরোনামের একটি নাটকের দৃশ্যপট।

পান্থ শাহ্রিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। অভিনয় করেছেন মামুনুর রশীদ, নাজিয়া হক অর্ষা, সমাপ্তি মাসুক, আবুল খায়ের সবুজ, মাহবুব মোর্শেদ শামীম, শারমিন প্রীতি প্রমুখ। আজ রাত ৯টা ৫ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close