বিনোদন প্রতিবেদক

  ২২ মার্চ, ২০১৯

দীর্ঘদিন পর...

দীর্ঘদিন পর অভিনেত্রী শর্মিলী আহমেদের সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। স্বাধীন ফুয়াদের পরিচালনায় ‘আপন থেকে পর ভালো’ নাটকে অভিনয় করেছেন শর্মিলী ও অপূর্ব। তাদের দুজনকে ঘিরেই নাটকের গল্প এগিয়ে যায় বলে জানান নির্মাতা ফুয়াদ। আজ শুক্রবার রাত ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, অনেকদিন পর অপূর্বের সঙ্গে একই নাটকে অভিনয় করেছি। সত্যি বলতে কী অপূর্ব তো এ সময়ের নির্ভরযোগ্য একজন অভিনেতা। যে কথা না বললেই নয়, সেটা হলো চরিত্রানুযায়ী অপূর্ব খুব যুক্তিযুক্ত অর্থাৎ ন্যাচারাল অ্যাক্টিং করে। খুব সহজে বলতে গেলে বলা যায়, একদম পারফেক্ট একজন অভিনেতা অপূর্ব। আর এত্ত বিনয়ী একটা ছেলে, যার ব্যবহারেই মুগ্ধ হয়ে যাই। সিনিয়র শিল্পীদের প্রতি তার শ্রদ্ধাবোধ, ভালোবাসা সত্যিই মন ভালো করে দেয়। আপন থেকে পর ভালো নাটকে আমরা দুজনই খুব ভালোভাবে কাজটি করার চেষ্টা করেছি। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে।

অপূর্ব বলেন, খুবই সুন্দর গল্পের একটি নাটক আপন থেকে পর ভালো। এখন তো এমন অনেক গল্পেরই নাটক হচ্ছে যেখানে নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়। কিন্তু এ নাটকের গল্পটা একেবারেই অন্যরকম। শর্মিলী আহমেদকে আমি মা বলেই ডাকি। আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরু থেকেই তাকে আমি অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। কারণ শর্মি মা আমাদের নাট্যাঙ্গনের একজন কিংবদন্তি শিল্পী। এ দেশের অনেক মাহারানো সন্তান তার মাঝে মায়ের ছায়া খুঁজেন বেড়ান। এটা অনেক বড় অর্জন। তাই তার সঙ্গে কাজ করতে পারাটাই অনেক সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। তাই আপন থেকে পর ভালো কাজটিতে তার সঙ্গে কাজ করতে পারার মধ্যে আমি ভীষণ ভালো লাগা যেমন খুঁজে পেয়েছি; ঠিক তেমনি আমার অভিনয়জীবনের অভিজ্ঞতাও বেড়েছে তার সঙ্গে কাজ করে। শর্মি মার সঙ্গে সময়টাও কেটেছে মনে রাখারই মতো। এদিকে শর্মিলী আহমেদ এস এ হক অলিক, ফরিদুল হাসানসহ আরো বেশ কজন নির্মাতার নির্দেশনায় নিয়মিত ধারাবাহিকে অভিনয় করছেন। অপূর্ব আগামী পহেলা বৈশাখের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জাকিয়া বারী মম, মেহজাবিন, সাফা কবিরসহ আরো বেশ কজন অভিনেত্রী তার বিপরীতে বৈশাখের নাটকগুলোতে কাজ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close